বেগম জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে: আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রহসনের রায়ের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “বেগম জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। মিথ্যা রায়ের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলা হয়েছে। তবে আমাদের সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে তাকে যথাযথ মর্যাদা দেয়ার জন্য। প্রধান উপদেষ্টা সব সময় তার খোঁজ-খবর নিয়েছেন। আরও দুই বছর আগে তাকে সঠিকভাবে পাওয়া যেত, হয়তো সুচিকিৎসা সম্ভব হতো।”
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন
তিনি আরও বলেন, “বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও সার্বভৌমত্বের রক্ষক, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ভোর ৬টায় শাহাদাত বরণ করেছেন। গোটা জাতির মতো আমাদের সরকারও গভীরভাবে শোকাহত।”
উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা মোনাজাত পরিচালনা করেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
সভায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও আগামীকাল (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি প্রস্তাব গৃহীত ও অনুমোদিত হয়েছে। পাশাপাশি বিশ্বের সব বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, “আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। সরকারের পক্ষ থেকে এই প্রক্রিয়ায় সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।





