১/১১ থেকে দীর্ঘ লড়াইয়ের অনুসারীরা হতাশ
বিএনপির ঘোষিত ২৩৭ প্রার্থী তালিকায় রুহুল কবির রিজভীর নাম নেই
                                        
                                                ছবিঃ সংগৃহীত
                                            
                                        আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭ আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাপ্তির তালিকা ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীর তালিকায় ১/১১-এর পর থেকে সবচেয়ে আলোচিত, নিবেদিত কারাবন্দি ও গৃহবন্দী নেতা হিসেবে পরিক্ষীত এডভোকেট রুহুল কবির রিজভী'র নাম না থাকায় অনুসারীরা হতাশ হয়েছে। সংবাদ সম্মেলনের বাইরে অনেককে বলতে শোনা যায়, “রিজভী ভাই কোন আসনে নেই। এটা দুঃখজনক।” অনুসারীরা অনেককে অশ্রুসজলে হতাশ হতে দেখা যায়।
আরও পড়ুন: যে আসনে আপন দুই ভাই বিএনপি-জামায়াতের মনোনীত প্রার্থী
জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রিজভী কুড়িগ্রাম অথবা রাজশাহীর আসন থেকে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছিলেন।





                                                    