তারেক রহমানকে যাওয়ার সুযোগ দিতে শাহবাগের অবস্থান সরিয়েছে ইনকিলাব মঞ্চ
শরিফ ওসমান হাদি হত্যার 'বিচার না হওয়া' পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ এবং শুক্রবার রাতভর তারা সেখানে অবস্থান করেছে।
তবে সকালে শাহবাগ মোড় থেকে সরে আজিজ মার্কেট ও কাঁটাবনের দিকে অবস্থান নিয়ে সংগঠনটি জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ওসমান হাদির কবর জিয়ারতের পর তারা দুপুরে আবার শাহবাগে ফিরে আসবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
রাতে সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সেখানে ঘোষণা দেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।
একই সঙ্গে তিনি বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে তাদের গ্রেফতার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন।
আরও পড়ুন: মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত
ওদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় শরিফ ওসমান হাদির কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে রাতে সংবাদমাধ্যমকে বলা হয়েছে, তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন, তবে মি. রহমানের কর্মসূচি পালনের জন্য তারা প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
সংগঠনটির একজন নেতা বলেছেন, এ বিষয়ে বিএনপির সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে।
শাহবাগ মোড় থেকে সকাল সাড়ে নয়টায় বিবিসির সংবাদদাতা নাগিব বাহার জানিয়েছেন যে, ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা শাহবাগ থেকে সরে যাওয়ার পর ওই এলাকায় তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিল শুরু করেছে ছাত্রদল নেতাকর্মীরা।
ওদিকে ঢাকায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম, সিলেট ও রংপুর শাখা আজ শনিবার স্থানীয়ভাবে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
বিক্ষোভ থেকে অবস্থান
ইনকিলাব মঞ্চ ভোর রাত সাড়ে চারটার দিকে তাদের কর্মসূচি সরাসরি সামাজিক মাধ্যমে প্রচার করে। সেখানে দেখা যায় তখনো আন্দোলনকারীদের অনেকে সেখানে অবস্থান করছেন।
শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভের এ কর্মসূচি আগেই ঘোষণা করেছিল তার সংগঠন ইনকিলাব মঞ্চ।
ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর শাহবাগে অবস্থান নিতে শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতা, কর্মী ও সমর্থকরা। এক পর্যায়ে তারা টানা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাতে সেখানে অবস্থান করেছেন।
কর্মসূচিতে সংহতি জানাতে সমমনা বিভিন্ন সংগঠনের নেতারা রাতে জমায়েতস্থলে গিয়ে স্লোগান দিয়ে হাদি হত্যার বিচার দাবি করেছেন।
রাতভর শাহবাগ মোড়ে অবস্থানকারীদের মধ্যে কিছু নারী ও শিশুকেও দেখা গেছে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের রাতে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, "আমরা খুনিদের বিচার চাই। এর বাইরে আমাদের কোনো চাওয়া নাই। আগামী ২৭ কার্যদিবসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে। বিচার কার্যক্রম শুরু হলে আমাদের কার্যক্রম আমরা তুলে নেব। তার আগে কোনো আশ্বাসে আমরা কর্মসূচি শেষ করব না"।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণার সময় গত ১২ই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মারা যান।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজনকে আটক করলেও মূল সন্দেহভাজন ব্যক্তির অবস্থান তারা এখনো শনাক্ত করতে পারেনি।
তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
ইতোমধ্যে মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ নামের একজন ব্যক্তির কথা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তিনি ভারতে পালিয়েছেন বলে একটি প্রচার রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে, হত্যাকারী ভারতে পালিয়েছে কি না তারা নিশ্চিত নয়।
ফয়সালের বাবা, মা, স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র : বিবিসি বাংলা





