খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকামুখী মানুষের ঢল
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে আসছে ঢাকামুখী। বাস, ট্রেন, লঞ্চ, কেউ নিজস্ব গাড়িতে—যে যেভাবে পারছে ঢাকায় যাত্রা করছে। সকলের গন্তব্য একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করা। মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই নেতাকর্মীরা ছুটে আসে হাসপাতালের সামনে। অনেকেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই এ সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা দূরদূরান্ত থেকে ঢাকায় আসতে শুরু করে।
রাজধানীর বাস টার্মিনালগুলোতে গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসছে জানাজায় অংশ নিতে। তাদের কেউ বিএনপি অফিসে, কেউ হাসপাতালের সামনে—যে যেখানে সুযোগ পেয়েছে অবস্থান নিয়েছে। বিমানবন্দর ও কমলাপুর স্টেশনেও একই অবস্থা। ঢাকামুখী মানুষের স্রোত।
আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
গভীর রাত পর্যন্ত দেখা যায় রিজার্ভ বাস, প্রাইভেট কার ও মাইক্রোতে করে নেতাকর্মীরা চলে আসছে ঢাকায়। বিএনপির অফিসের চারপাশে ও এভারকেয়ার হাসপাতালের সামনে চলছে নেতাকর্মীদের শোকের আমেজ।





