নিউজিল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনার যুবারা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ২৭ মে ২০২৩ | আপডেট: ৬:৩৬ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিজেদের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে রীতিমতো উড়ছে আকাশি-নীল জার্সির আর্জেন্টিনা। সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়নরা টানা ৩ ম্যাচ জয়ে গ্রুপপর্ব শেষ করেছে। 

আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে এক এক করে ৫টি গোল হজম করা ছাড়া নিউজিল্যান্ড কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ৩টায় নিউজিল্যান্ড বনাম আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ম্যাচে শুরু হয়। ম্যাচটিতে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। জিনো ইনফ্যান্টিনো, লুকা রোমেরো, ইগনাসিও মায়েস্ত্রো, ব্রায়ান আগুয়েরে ও আলেজো ভেলিজ দলের পক্ষে গোল করেন।

১৪ মিনিটে স্ট্রাইকার ইগনাসিও ১ম গোল করার তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ফরোয়ার্ড ইনফ্যান্টিনো। বিরতিতে যাবার আগে আর্জেন্টিনার রোমেরোর গোলে ৩-০ তে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল করে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

নিউজিল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা গ্রুপ সেরা হয়ে পরের পর্বে গেল। অবশ্য এক ম্যাচ বাকি থাকতেই অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের নকআউটপর্ব নিশ্চিত করেছিল আকাশি-নীল জার্সিধারী যুবারা। 

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ১ম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে, ২য় ম্যাচে গুয়েতামালাকে ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা।