অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ: ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি

অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
এই টুর্নামেন্টে বাংলাদেশ আগেও ট্রফি জয় করেছে দুই বার। আগের সাত আসরের ছয়টিতেই ভারত ফাইনাল খেলে ট্রফি জয় করেছে চার বার। গত দুটি আসের ভারত চ্যাম্পিয়ন।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
বাংলাদেশ এবার নিয়ে তিন বার ফাইনাল খেলছে। দুই বার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফে টাইব্রেকিংয়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ছোটদের এই টুর্নামেন্টে চার বার ফাইনাল খেলা নেপাল এবার গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে দুই ম্যাচের দুটিতে হেরে। এর মধ্যে একটি বাংলাদেশের বিপক্ষে হেরেছে নেপাল। ভারত নেপালকে হারানোয় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল। সেমিতে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে আজ ফাইনালে বাংলাদেশ। ২০১১ সালে নেপালে অনুষ্ঠিত ছোটদের সাফের প্রথম আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারতের বিপক্ষে একই টুর্নামেন্টে দুই বার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রথম খেলায় ভারতের কাছে ১-০ গোলে হেরে অভিযান শুরু করে বাংলাদেশ। আজ ফাইনালে আরেকবার মুখোমুখিতে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।
ভুটান থেকে কোচ সাইফুর রহমান মনি জানিয়েছেন ভারতের এডভান্টেজ হচ্ছে ওরা বলটাকে ধরে রাখতে পারে। নিজেদের কাছে বল রাখতে পারে। তার পরও প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আমরা ১-০ গোলে হারলেও গোলের সুযোগ আমরাই বেশি পেয়েছিলাম।’ মনি বলেন,‘আমাদের ডিফেন্ডার অমিতের ভুল সিদ্ধান্তের কারণে গোল হজম করতে হয়েছিল। অমিত অতিআত্মবিশ্বাসী ছিলেন। যাই হোক সে পরের দুই ম্যাচে দারুণ খেলেছে। পুষিয়ে দিয়েছে। আক্রমণে সাঈদ আছে। পাকিস্তানের বিপক্ষে গোল করেছিল। সেই ভারতের রক্ষণ ভাঙতে পারেন। দেখা যাক। এখন পর্যন্ত সবকিছু ভালো আছে। শেষটা ভালো করতে পারলেই হয়।’