বিশ্বকাপ শুরুর আগে নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি

SM Shamim
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৩ | আপডেট: ৬:৫৭ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

ম্যাচ টাই হলে সুপার ওভার। এরপর আবার টাই হলে কী হবে? এমন অবস্থার শিকার হয়েছিল গতবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। যদিও সেবার প্রথম সুপার ওভারের পর বাউন্ডারির হিসাবে ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে থাকছে না সেই নিয়ম। ২০২৩ বিশ্বকাপের আগে সুপার ওভারের নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি।

২০১৯ বিশ্বকাপ ফাইনালটা হয়েছিল টানটান উত্তেজনার। নির্ধারিত ওভারে ম্যাচ শেষ হওয়ার পর তা গড়ায় সুপার ওভারে। সেখানেও ম্যাচ টাই হয়। তবে ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকার কারণে সেদিন ম্যাচটা গিয়েছিল ইংল্যান্ডের পক্ষে। তবে ক্রিকেট বোদ্ধাদের কাছে তা খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। যে কারণে বিশ্বকাপের পরবর্তী আসর শুরুর ঠিক আগেই সেই নিয়ম বদলাতে বাধ্য হয় আইসিসি।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সুপার ওভারে দল আগের মতোই ৩ ব্যাটার এবং এক বোলারকে নিয়ে খেলবে। তবে আইসিসি সুপার ওভারে যে পরিবর্তন এনেছে তা হচ্ছে, ২০২৩ বিশ্বকাপে যদি সুপার ওভারে কোনো ম্যাচ গড়ায় এবং সেই ম্যাচ যদি টাই হয়, তবে আবারও সুপার ওভার অনুষ্ঠিত হবে। যতক্ষণ না ম্যাচে কোনো ফলাফল বের হয় ততক্ষণ সুপার ওভারে খেলা চলতে থাকবে। আবহাওয়া বা অন্য কোনো পরিস্থিতির কারণে কিছু ব্যাহত না হলে ম্যাচ চলতে থাকবে।