নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএল বয়কটের হুঁশিয়ারি ক্রিকেটারদের
বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে প্রকাশিত একাধিক মন্তব্যের পর ক্রিকেটাররা ঘোষণা দিয়েছেন, যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে সব ধরণের ক্রিকেট বয়কট করা হবে।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজ রাতে সাংবাদিকদের জানান, “যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত থাকবেন।”
আরও পড়ুন: বিশ্বকাপে না গেলে বোর্ডের ক্ষতি নেই, ক্রিকেটাররা ফি পাবেন না: নাজমুল ইসলাম
এর আগে বিকেলে বিসিবি জানিয়েছিল, নাজমুলের মন্তব্য অনুপযুক্ত ও আপত্তিকর হিসেবে গণ্য হতে পারে। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালক ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড খেলোয়াড়দের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান জানিয়ে পুনর্ব্যক্ত করেছে।
একই দিনে নাজমুল ইসলাম ক্রিকেটারদের ক্ষতিপূরণ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। তারা খেললে ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস ও ম্যাচ সেরা হিসেবে পুরস্কার পান। এটা শুধুই ক্রিকেটারের পাওনা, বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।”
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে পৌঁছেছে, ফুটবলপ্রেমীদের উৎসব শুরু
ক্রিকেটারদের ক্ষতিপূরণের প্রশ্নে তিনি বলেন, “খারাপ পারফরম্যান্সের কারণে বেতন কাটা হয় না। তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কী যুক্তিতে? যদি তারা কিছুই করতে না পারে, আমরা যে কোটি কোটি টাকা খরচ করেছি, সেটা কি ফেরত চাইব?”
নাজমুল আরও বলেন, “ভবিষ্যতে পারফরম্যান্স বেইজড পারিশ্রমিক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এটি আমার একক সিদ্ধান্তে হবে না, বোর্ডের সিদ্ধান্তে হবে। আমি ২৫ জনের একজন, তবে পুরো বোর্ড আমার নয়।”





