বাংলাদেশের কাছে হেরে ইংল্যান্ডকে সতর্ক করলেন আফগানিস্তানের কোচ

চলতি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ উড়ন্ত সূচনা করে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওই ম্যাচে ১৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ৯২ বল বাকি থাকতেই কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে হারের কারণ হিসেবে মাঠকেই দুষেছিলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট। সমালোচনা করতে গিয়ে ধর্মশালার মাঠকে অসমতল ও জোড়াতালি দেওয়া মাঠ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। এবার ধর্মশালা স্টেডিয়ামের কন্ডিশন নিয়ে তার বক্তব্যে ইংল্যান্ডকেও সতর্ক করলেন ট্রট।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল
আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। সাবেক ইংলিশ ক্রিকেটার ট্রট ইঙ্গিত দিয়ে বোঝালেন, আগামী মঙ্গলবার ইংল্যান্ড একটি চ্যালেঞ্জিং দিনের মুখোমুখি হতে যাচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আফগানদের সমস্যার কথা উল্লেখ করে ট্রট বলেছিলেন, ‘ফিল্ডিং করতে গিয়ে মুজিব-উর রহমান গুরুতর হাঁটুর আঘাত থেকে রক্ষা পেয়েছেন। তার ভাগ্য ভালো ছিল। যখন সে বাউন্ডারি রক্ষা করার চেষ্টা করছিল, তখন তার হাঁটু মাটিতে আটকে গিয়েছিলো। মাঠে অনেকটুকু গর্ত হয়ে যায় তখন।’
আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো
এতে বোঝা যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তিনি ইংল্যান্ডের খেলোয়াড়দেরকে এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছেন। নিজেদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেছেন।
তবে আফগান কোচের মন্তব্য উড়িয়ে দিয়েছেন ম্যাচ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিবেদনে তারা ধর্মশালার মাঠের কন্ডিশনকে স্বাভাবিক বলে বর্ণনা করেছেন।
শুধু তাই নয়, রোববার (৮ অক্টোবর) মাঠ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পিচ কনসালট্যান্ট অ্যান্ডি অ্যাটকিনসন। তিনি মাঠের কন্ডিশনকে ‘আরামদায়ক’ বলে উল্লেখ করেন।