লঙ্কান সিরিজ থেকে ছিটকে গেলেন আলিস
বিপিএলের দশম আসরে ঝড় তুলেছিলেন তরুণ স্পিনার আলিস আল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দারুন বোলিং করে নির্বাচকদের নজর কেড়েছিলেন তিনি। যার ফলে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পান।
কিন্তু দুর্ভাগ্যবশত, শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামার আগেই আঘাতের কারণে ছিটকে গেলেন এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন আলিস। সেই চোটই এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে, আঙুলের সেই চোট কাটিয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
আরও পড়ুন: রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়া যাওয়ার গুঞ্জন, ক্ষুব্ধ বিসিবি সভাপতি
তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। বিসিবির এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। জানা গেছে, আলিসের ফিট হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই দলের সঙ্গে সিলেটে যাচ্ছে না সে।
সদ্য শেষ হওয়া বিপিএলে কুমিল্লার হয়ে ৮ ম্যাচে শিকার করেন ৯ উইকেট। তার অফস্পিনে নাকাল হয়েছেন বাঘা বাঘা ব্যাটার। তবে ইনজুরির কারণে ফাইনাল ম্যাচেও খেলতে পারেননি তিনি। ফাইনালে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ছয় উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান





