বঙ্গোপসাগরে নিম্নচাপ: উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এটি নিম্নচাপে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

দুই সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস, যা একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি করে। তবে মাঝারি থেকে উচ্চমাত্রার ভার্টিক্যাল উইন্ড শিয়ার থাকায় এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা কম। ফলে এটি মৌসুমি নিম্নচাপ হিসেবেই থাকতে পারে।

আরও পড়ুন: সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

বিডব্লিউওটি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: চট্টগ্রাম-সিলেটসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

২৭ সেপ্টেম্বর (শনিবার) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

২৮ সেপ্টেম্বর (রোববার) উল্লেখযোগ্য বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।

২৯ সেপ্টেম্বর (সোমবার) দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচদিনেও বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও খুলনা অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে নদ-নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে।