বীর মুক্তিযোদ্ধা ডা: মো. আতাউর রহমান ভুইয়া আর নেই
(no caption)
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ডা: মো. আতাউর রহমান ভুইয়া মারা গেছেন। বুধবার ৩ মে সকাল ১০ টায় ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
(৪ মে) বৃহস্পতিবার তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয় এবং তার জানাজা অনুষ্ঠিত হয়।
আতাউর রহমান ভূঁইয়া কর্মজীবনে জেলা প্রাণী সম্পদ অফিসার ছিলেন। তিনি ২০০০ সালে অবসরগ্রহণ করেন।
আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র দুই কন্যা এবং জামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।





