বীর মুক্তিযোদ্ধা ডা: মো. আতাউর রহমান ভুইয়া আর নেই

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ০৪ মে ২০২৩ | আপডেট: ১:৪২ অপরাহ্ন, ০৪ মে ২০২৩
(no caption)
(no caption)

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ডা: মো. আতাউর রহমান ভুইয়া মারা গেছেন। বুধবার ৩ মে সকাল ১০ টায় ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 

আরও পড়ুন: কুলাউড়ায় বিএনপির মনোনয়ন দৌড়ে জয়ী শকু

(৪ মে) বৃহস্পতিবার তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয় এবং তার জানাজা অনুষ্ঠিত হয়।

আতাউর রহমান ভূঁইয়া কর্মজীবনে জেলা প্রাণী সম্পদ অফিসার ছিলেন।  তিনি ২০০০ সালে  অবসরগ্রহণ করেন।

আরও পড়ুন: সুনামগঞ্জ ১ আসনে আনিসুল ৩ কয়ছর ৫ মিলন

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র দুই কন্যা এবং জামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।