নারায়নী নমস্তুতে এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০২৩ পেলো উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৩ | আপডেট: ৪:৪৭ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

ভারতের দিল্লিভিত্তিক সংগঠন নারায়নী নমস্তুতে দুর্গাপূজা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০২৩ এর সেরা প্রতিমা পুরস্কার অর্জন করে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ।

সোমবার (২৩ অক্টোবর) পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন নারায়নী নমস্তুতে বাংলাদেশের প্রধান এবং  এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্ত্তী।

আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

এ সময় উপস্থিত ছিলেন- পূজা উদযাপন পরিষদের সভাপতি পার্থ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্ত্তীসহ পূজারি ও ভক্তবৃন্দ।

স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর বাড়িতে এবার ১৪তম দুর্গোৎসবের আয়োজনে করে উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ। পরিষদের পক্ষ থেকে প্রতিবারের মতো এবার ও বর্ণিল ম্যাগাজিন প্রকাশিত হয়, যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ তাঁদের মূল্যবান বাণী প্রদান করেন। 

আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানের ব্যাপক গণসংযোগ

উল্লেখ্য, গত বছর ও দুর্গাপূজা এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ।  এ পূজামণ্ডপটি সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সেরা আলোকসজ্জা, লাইটিং এবং প্রতিমায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে এবং সবারই এ দুর্গোৎসব ঘিরে প্রচুর আগ্রহ তৈরি হয়ে থাকে।

আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ৫ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব 'শারদীয় দুর্গাপূজা'।