সোনারগাঁয়ে রাজউকের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Abid Rayhan Jaki
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ০৬ জুন ২০২৪ | আপডেট: ৬:২২ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অনুমোদনহীন ও  অবৈধভাবে গড়ে ওঠা ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।  অভিযান চালিয়ে একটি ভবনের অনুমোদনহীন অবৈধ অংশ ভেঙে দিয়ে ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬জুন) সকালে মোগরাপাড়া হাবিবপুর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভবন নির্মাণের রাজউকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬ তলা বিশিষ্ট ভবনের মালিক জসীমউদ্দীনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় আরো বেশ‌কয়েকটি ভবনের মালিককে সতর্ক করা হয়েছে। 

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

রাজউকের নারায়ণগঞ্জ জোনের অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ জানান, রাজক অনুমোদিত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একজনকে ২ লাখ টাকা জরিমানা ও অন্যদের রাজউকের অনুমোদন ব্যতীত কাজ করবেনা মর্মে মুচলেকা নেয়া হয়েছে। 

তিনি বলেন, অনেকেই উপজেলা থেকে অনুমোদন নেয়ার কথা বলছে কিন্তু রাজউকের আওতাধীন এলাকায় রাজউক থেকেই অনুমোদন নিতে হবে। তাদের না জানার দরুন প্রাথমিক পানিশমেন্ট হিসেবে মুচলেকা নেয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা আরো বড় ধরনের বড় অ্যাকশনে যাবে রাজউক।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এই বিষয়ে ভবন মালিকরা জানান, এই এলাকা যে রাজউকের  আওতাধীন, তা জানা ছিলনা। তাই আমরা উপজেলা ইঞ্জিনিয়ার থেকে অনুমোদন নেওয়ার জন্য যাই। অনেক ভবন মালিকদের অভিযোগ তারা ভবন ভাঙ্গার জন্য রাজউকের আগাম কোন নোটিশ পাননি।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের নারায়ণগঞ্জ জোনাল অফিসের ইন্সপেক্টর   মনিরুজ্জামান,  রাজিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম সহ সোনারগাঁ থানার এসআই ফিরোজের হোসেনের নেতৃত্বে ১৯ জনের প্রশাসনিক কর্মকর্তা।