কুমিল্লা নগরীজুড়ে তোরণ দখল করে রেখেছে রাস্তার আশপাশসহ ফুটপাত

Any Akter
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৪ | আপডেট: ৩:১৬ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা নগরীজুড়ে তোরণ দখল করে রেখেছে রাস্তার আশপাশসহ ফুটপাত। এতে নগরবাসীও বিপাকে পড়েছে। রোববার (১৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়কে এমন চিত্র দেখা যায়।

সরজমিনে দেখা যায়, বিভিন্ন ওয়াজ/মাহফিল, স্কুল-মাদ্রাসা ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে তৈরি বাঁশের তোরণ রাস্তার একটি বড় অংশ দখল করে রেখেছে। রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে তৈরি করা বাঁশের তোরণ প্রতিদিন হাজারো পথচারীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি করেছে। নগরীর ব্যস্ত এলাকা টাউনহল মোড়েও একই চিত্র। রাস্তার ওপর তৈরি করা বাঁশের তোরণের কারণে তিন চাকার যানসহ বিভিন্ন বাস চলাচল করতে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে দায়ী করার পাশাপাশি যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি নগরবাসীর। এসবের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় সিটি করপোরেশনের তীব্র সমালোচনাও দেখা দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

পুলিশে কর্মরত মাহমুদ নামে এক পথচারী বলেন, রাস্তা দখল করে বাঁশ দিয়ে তোরণ নির্মাণ কোনোভাবেই আইনসম্মত নয়। এটা সিটি করপোরেশনের উদাসীনতার ফসল। তারা এটা অবশ্যই দেখা উচিত। সাত্তার খান শপিং মলে জামাকাপড় কিনতে এসে তাইবা নামের এক নারী বলেন, বাসের কারনে ফুটপাতে হাটতে পারছিনা। কান্দিরপাড়ের মত জায়গায় এসব তোরণ সরিয়ে নেয়া দরকার। না হয় হাঁটাচলায় কষ্টকর হবে।

ওরছ শরীফের তোরণ লাগিয়েছেন দেলোয়ার নামে এক ব্যক্তি। তিনি এ বিষয়ে বলেন, আমরা ফুটপাত বন্ধ করে তোরণ লাগানোর পক্ষে নয়। আমার যে-সব লোক লাগাইছে, তাদের সাথে কথা বলে সরিয়ে নিব।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ইদ্রিস মিয়া বলেন, প্রশাসকের সাথে কথা বলে এ বিষয়ে অভিযানে নামা হবে। শুুধু তোরন নয়, নগরীতে ব্যানার, ফেস্টুন লাগানোর প্রবনতা প্রচুর বেড়েছে। সব বিষয় নিয়ে উপর থেকে অনেক নির্দেশনা আসছে তা বাস্তবায়নের জন্য আমরা মাঠে নামব।