মাগুরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
মাগুরায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জেলার ৪ উপজেলার ৩৬ টি ইউনিয়ন, মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা ৬২৮ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের নোমানী ময়দান মাঠে। মাগুরা জেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওয়ালানা হাবিবুর রহমান ধর্মপ্রাণ মুসল্লিদের ঈদের নামাজ পড়ান। এ সময় জেলা প্রশাসক মোহম্মদ অহিদুল ইসলাম, পৌর প্রশাসক ও মাগুরার অতিরিক্ত জেলা জেলা প্রশাসক আব্দুল কাদির সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
এছাড়া হাজি আব্দুল হামিদ মাদ্রাসার মাঠ, শহরের পিটি আই পাড়া মসজিদ, নিজনান্দুয়ালী, মোল্লা পাড়া, পৌর কবরস্থান মাঠ, পুলিশ লাইনস ঈদগাহ ময়দান, জজকোর্ট মসজিদ, কলেজপাড়া মসজিদ, স্টেডিয়াম পাড়া মসজিদ, পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া মসজিদ, পারনান্দুয়ালী গোরস্থান ঈদগাহ ময়দান, পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ ময়দান, জেলা মডেল মসজিদ সহ জেলার চার উপজেলায় বিভিন্ন ঈদগাহে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।





