অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ
দেশের টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ও অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে রাজধানীর রমনা থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিককে মারধরের সময় ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দিতে দিতে একদল লোক তাকে থানার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে যায়। পরে থানা চত্বরে নিয়ে গেলে পুলিশ বাহিনী এগিয়ে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
রমনা থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, ‘স্থানীয় জনগণ সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ
এদিকে সিদ্দিকের বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত একাধিক সহিংস ও নৃশংস ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। যদিও এ অভিযোগের বিষয়ে অভিনেতা সিদ্দিক বা তার আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।





