মুক্তাগাছায় হিন্দু ধর্মাবলম্বীদের অষ্ঠমি স্নান ও গঙ্গা পূজা অনুষ্ঠিত

Any Akter
দরাজ আলী,ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ৪:১৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুক্তাগাছায় সনাতন হিন্দু ধর্মাবলম্বিদের ঐতিহ্যবাহি অষ্ঠমি স্নান ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ২টা থেকে অষ্ঠমি স্নানে হাজারো সনাতন হিন্দু ধর্মাবলম্বিরা দাওগাঁও ইউনিয়নের শুশুতি গ্রাম দিয়ে বয়ে যাওয়া বানার নদীতে দলে দলে স্নান ও পূজায় অংশ গ্রহন করেন। এখান দিয়ে পানি উত্তর দিকে প্রবাহিত হয় বলে এর নাম করন হয়েছে উত্তর বাহিনী মেলা।

অংশগ্রহনকারী পূণ্যার্থীরা জানান, অষ্ঠমি স্নানে পাপ মোচন হয় এমন বিশ্বাস থেকে প্রতি বছর এতে মিলিত হন বিভিন্ন বয়সের নারী পুরুষেরা । স্কন্দ পূরানে লেখা আছে বৈশাখ মাসে যে চাঁদ উদিত হবে সে চাঁদের তৃতীয় তারিখে স্নান ও পূজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

এ জন্য এর নাম হয়েছে অক্ষয় তৃতীয়া। তাই প্রতি বছর বৈশাখ মাসে এ স্নান ও পূজা অনুষ্ঠিত হয়। স্নান ও পূজা উপলক্ষে এখানে বসে মেলা। লাখ লাখ মানুষ মেলায় ভীড় জমান। ১০-১২ জন পুরোহিত নদীর তীরে লাইন বেধে বসে আছেন পূজার কাজ সম্পাদন করার জন্য।

পুরোহিত আশুতোষ চক্রবর্তী বলেন আমাদের পূর্বপুরুষ থেকে এখানে অষ্ঠমি স্নান ও গঙ্গা পূজা পালিত হয়ে আসছে। অতীতের পাঁপ মোচন ও কল্যাণ কামনার জন্য পূণ্যার্থীরা আসেন। নিজেদের পাপ মোচন ও পূন্য লাভের আশায় স্নান করতে এসে পূর্ব পুরুষদের আত্নার শান্তি কামনায় প্রার্থনা করেন পূর্ন্যার্থীরা। এদিকে বেলা বাড়ার সাথে সাথে পূণ্যার্থীদের ভীড় করতে থাকে নদীর পাড়ে। পূণ্য লাভের আশায় এখানে ছুটে আসেন উপজেলার বিভিন্নস্থানে বসবাসকারী সনাতনধর্মাবলম্বিরা। মেলায় ভীড় ও অনাকাংখিত পরিস্থিতি সামলাতে বাড়তি পুলিশ দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার