গাবতলীতে আওয়ামী লীগ নেতা ও ওয়ারেন্টের আসামিসহ গ্রেফতার ৩

Sanchoy Biswas
বগুড়া সংবাদদাতা
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ১৯ মে ২০২৫ | আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া গাবতলীতে গতকাল গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দিক নির্দেশনায় সাব ইন্সপেক্টর (এসআই) শরিফুল ইসলাম, রিপন চন্দ্র বর্মন, জাহাঙ্গীর আরিফ, সহকারী এসআই মনিরুল ইসলাম, কামরুল হাসানসহ একটি চৌকস পুলিশ টিম অভিযান চালায়। এতে সঙ্গীও ফোর্স নিয়ে গত ১৯শে মে দিবাগত রাতে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার ঘটনার সাথে জড়িত আসামি আওয়ামী লীগ নেতা ১জন এবং অপর ০২ জন গ্রেফতারি ওয়ারেন্ট মূলে বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করা হয়।

এতে গাবতলী সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চকসেকেন্দার গ্রামের মৃত নজির হোসেন এর ছেলে আব্দুল মজিদ ওরফে মজু (৫৮) কে বিস্ফোরক দ্রব্য আইনের দলীয় মামলায় গ্রেফতার হয়। 

আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, গতকাল এক বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার ঘটনার সাথে জড়িত আসামি আওয়ামী লীগ নেতা ০১জন এবং অপর ০২ জন গ্রেফতারি ওয়ারেন্ট মূলে বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তবে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।