ঈদে কুয়াকাটা সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়,পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস

Sadek Ali
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ১০ জুন ২০২৫ | আপডেট: ৭:৫৫ পূর্বাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদ-উল-আযহার চতুর্থ দিনেও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভ্রমণপিপাসুরা ঈদের ছুটি উপলক্ষে ভিড় জমিয়েছেন সাগরকন্যা কুয়াকাটায়। কেউ গা ভাসাচ্ছেন সমুদ্রের নোনা জলে, কেউবা সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রকৃতির মোহনীয় রূপ। অনেকেই বাহন ভাড়া করে ঘুরে দেখছেন তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও কাঁকড়ার চরসহ দর্শনীয় স্থানসমূহ।

সৈকতের প্রতিটি প্রান্তে ছিল পর্যটকদের সরব উপস্থিতি। শিশুদের স্নান, তরুণদের ওয়াটার বাইক রাইড, ঘোড়ায় চড়া কিংবা ছবি তোলার ব্যস্ততায় জমজমাট ছিল পুরো এলাকা। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঈদের আনন্দ।

আরও পড়ুন: নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্থানীয় হোটেল-মোটেলগুলোর প্রায় ৯০ শতাংশ কক্ষ ইতোমধ্যে সংরক্ষিত। বিপুল পর্যটকের আগমনে ট্যুরিজম সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। খাবার হোটেল, হস্তশিল্প ও ঝিনুক পণ্যের দোকান, শুটকি বিক্রয়কেন্দ্র সবখানেই ছিল উপচে পড়া ভিড়। বিক্রি বেড়েছে কয়েকগুণ।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশ। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তাপস চন্দ্র রায় জানান, “ঈদের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় বিপুলসংখ্যক ভ্রমণকারী এসেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রসৈকতসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল জোরদার করা হয়েছে, এবং যেকোনো সহায়তায় আমরা সদা প্রস্তুত রয়েছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।”

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর ময়মনসিংহ সমিতির দোয়া মাহফিল

কুয়াকাটা ট্যুরিজম বোর্ড সূত্রে জানা গেছে, এবারের ঈদে ছুটির দীর্ঘতা ও অনুকূল আবহাওয়ার কারণে পর্যটকের সংখ্যা পূর্বের সব রেকর্ড অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঈদের আমেজ আর প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে সৈকতজুড়ে সৃষ্টি হয়েছে এক অপূর্ব পরিবেশ।