লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

সোমবার (১৫ জুলাই) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়

বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারনুর রশীদ। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ সওদাগর, সদস্য সচিব ইসমাইল হোসেন সুমন, লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন ও সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে রাজপথে আছি। এবার নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো। কিছু দল বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে, যা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

নেতারা আরও বলেন, সরকারের ব্যর্থতা এবং প্রশাসনের নীরব ভূমিকায় সারাদেশে খুন, গুম, মাদক, চাঁদাবাজি ও সহিংসতার মতো ঘটনা বাড়ছে। তারা অবিলম্বে এই পরিস্থিতির উন্নয়ন না ঘটলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।