বাউফলে ছাত্রদল নেতাকে পিটিয়ে গুরুতর জখম

Sanchoy Biswas
মো. জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:০৫ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতা ইমরান কালাইয়া ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে ও বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে এসে ইমরান হোসেন ল্যাংড়া মুন্সির পুল এলাকায় নামেন। সেখান থেকে বাড়ির দিকে রওনা হলে আবদুর রবের ফার্মেসির দোকানের সামনে তার রিকশার গতিরোধ করে স্থানীয় ছাত্রলীগ নেতা মাইনুল মৃধা ও তার সহযোগীরা। এরপর তাকে ধরে মহিউদ্দিনের মুদির দোকানে ঢুকিয়ে মারধর করে ফেলে রাখা হয়।

আহত ইমরান হোসেন অভিযোগ করে বলেন, "চাঁদাবাজ সন্ত্রাসী যুবলীগ নেতা স্বপন মৃধা ছাত্রলীগ নেতা মাইনুলকে দিয়ে আমার ওপর হামলা করিয়েছে। বারবার প্রাণ ভিক্ষা চাইলেও তারা থামেনি। কেন আমাকে মারা হলো সেটাও তারা বলেনি।"

আরও পড়ুন: নারায়ণগঞ্জে নারীকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি নীরব গ্রেপ্তার

আহত ছাত্রদল নেতা ইমরানের মা নাজমা বেগম বলেন, "ছেলেটার বিএনপি করাটাই কি দোষের? আগে যারা আওয়ামী লীগ করেছে তারা এখনও অন্যায় করে বেড়াচ্ছে। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন। আমার ছেলেটার একটা নাক বন্ধ হলেও অন্য নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়নি।"

এ বিষয়ে স্বপন মৃধার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এসএমএস পাঠালেও তিনি জবাব দেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, “তার অবস্থা কিছুটা উন্নতির পথে। একটি এক্স-রে করার পর সিদ্ধান্ত হবে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল অথবা ঢাকা পাঠাবো কি না।”