নরসিংদীতে বাড়ি ফেরার পথে মুদি দোকানি কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত রোববার দিবাগত রাতে যেকোনো সময় তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত মানিক মিয়া (৬২) উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মানিক মিয়া প্রতিদিনের মতো গত রবিবার দিন স্থানীয় বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলেন। রাতে যেকোনো একসময় তাকে কুপিয়ে হত্যা করে আড়িয়াল খাঁ নদের পাড়ে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা বলতে পারেনি এলাকাবাসী ও স্বজনরা।
নিহতের ভাই আরিফ মিয়া বলেন, মানিক প্রতিদিন রাত ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল রাত ১০টা বেজে গেলেও তিনি বাড়ি আসেননি। তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা রিসিভ করেননি। পরে মাঝরাতে খবর পেয়ে দেখি তার লাশ গলাকাটা অবস্থায় নদীর পাড়ে পড়ে রয়েছে।
পরে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা কেউ জানাতে পারেনি।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের গলার পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও বলা যাচ্ছে না। হত্যার কারণ এবং আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।