আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে নারীসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রির নগদ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

আটককৃতরা হলো- আশুলিয়ার ঘোষবাগ এলাকার মোঃ জয় (৩০), মোঃ শাহাজুদ্দি (৪০) ও রোমিজা খাতুন (৬০) এবং আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার সাব্বির (১৮) ও আলফাজ (২০)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

যৌথ বাহিনী জানায়, শনিবার রাত ১১টার দিকে জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘোষবাগ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনকভাবে চলাচলরত মোঃ জয় (৩০) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত মোঃ শাহাজুদ্দি ও তার মা রোমিজা খাতুনের নাম প্রকাশ করে।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

পরে ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে শাহাজুদ্দি (৪০) ও রোমিজা খাতুনকে (৬০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা একই দিনে প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রির কথা স্বীকার করে।

এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির (১৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার সহযোগী আলফাজ (২০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

যৌথ বাহিনী আরও জানায়, এ অভিযানে মোট ৪৪ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা, নগদ টাকা ১৪ হাজার ১২০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃত ৫ মাদক কারবারি এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।