বাউফলে বিএনপি ও জিয়া পরিবারের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা শুরু

পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জিয়া পরিবারের দেশের অবদান তুলে ধরতে ব্যতিক্রমী প্রচারণা শুরু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সারে ৪টার সময় বাউফল পাবলিক মাঠ সংলগ্ন রিস্কা স্ট্যান্ড থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর শহরের প্রায় সহস্রাধিক হাট-বাজার ও চায়ের দোকানে প্রতিদিন এই প্রচারণা চালানো হবে। প্রজেক্টরের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিভিন্ন কার্যক্রম ও ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরা হবে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহম্মেদ লেনিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জনের জন্য আমরা ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছি। পটুয়াখালী-২ (বাউফল) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের কাছে পৌঁছাতে আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। এই টিম প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও বাজারে ধারাবাহিকভাবে প্রচারণা চালাবে।”
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের সমর্থন বৃদ্ধি করা। নির্বাচন হবে প্রতীকে, তাই বাউফলে কে প্রার্থী হবেন তা গুরুত্বপূর্ণ নয়। ধানের শীষকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।”
আসন্ন জাতীয় নির্বাচনে দলের ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে লেনিন বলেন, “গ্রুপিং ভুলে সবাইকে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ২০০১ সালের মতো বাউফল আবারও বিএনপির ঘাঁটিতে পরিণত হবে।”
দলীয় সূত্রে জানা গেছে, প্রজেক্টরভিত্তিক এই প্রচারণার পাশাপাশি শিগগিরই ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানোরও প্রস্তুতি নিচ্ছে উপজেলা বিএনপি।