সোনাগাজীতে শতাদিক শিক্ষার্থী সংবর্ধিত

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ওছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শতাদিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শামছুল আমিন (বাচ্চুমিয়া) ফাউণ্ডেশন।

শুক্রবার সকালে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব মাহাবুবুল হক মিল্লাত।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডঃ গোলাম রব্বানী, ঢাকার বিশিষ্ট শিল্পপতি মোরশেদ আলম সেলিম। ফাউণ্ডেশনের সভাপতি প্রফেসর ডাঃ মোহাম্মদ নুরুল হোসাইনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রেলওয়ের সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার ইমাম উদ্দিন, চট্টগ্রাম কোটের আইনজীবী এডভোকেট আব্দুল ওয়াহাব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এনামুল হক, এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদ, প্রফেসর ওবায়দুল হক, অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ উল্লাহ, বিশিষ্ট ব্যাংকার এবিএম আবদুল করিম, মাহাবুব সোবহান জহির, প্রফেসর শাহ আলম, রফিকুল হক, জগবন্ধু দেবনাথ, রাশেদা খানম সিপি, ইকবাল হোসেন, মোহাম্মদ আমির হোসেন, ফরহাদ উদ্দিন, এটিএম হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ফেনী জেনারেল হাসপাতালের কার্ডিওলজিস্ট ও (বাচ্চুমিয়া) ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ও কবি ডাঃ খালেদ মাহমুদ টিপু। শান্তা রাণী দাশের উপস্থাপনায় অনুষ্ঠানটি এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয়। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি অনুষ্ঠানস্থলকে করেছে বর্ণিল।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

পাঁচ শতাধিক দর্শকের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হয় সম্মাননা। অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত সবাই ফাউণ্ডেশনের জন্য শুভকামনা জানান এবং ফাউণ্ডেশনের যাবতীয় কর্মকাণ্ডে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ খালেদ মাহমুদ টিপু জানান, সংবর্ধনার মাধ্যমে কৃতি শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহ পাবে। সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।