কাশিয়ানীতে ৫ দফা দাবিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং জুলাইয়ের জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এর আগে উপজেলা শহীদ মিনার চত্বরে এক সমাবেশের আয়োজন করে দলটি।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
সমাবেশে উপজেলা জামায়াত কর্মপরিষদের সদস্য মাওলানা শিহাবউদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী আমির এবিএম মাসুদুর রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সাবেক জেলা আমির গোপালগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবদুল হামীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত সমাজকল্যাণ সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা।
বক্তারা বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা। আওয়ামী সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।