চট্টগ্রামে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গোবিন্দগঞ্জের মাফির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সোহান আল মাফির মরদেহ উদ্ধার করা হয়েছে আজ শুক্রবার। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু হান্নানের একমাত্র পুত্র এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব আল আমিন সরকারের ভাতিজা।
সোহান আল মাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, বর্তমানে একটি বিদেশী এনজিওতে কর্মরত ছিলেন। তিনি পিতা-মাতার সঙ্গে ঢাকার মিরপুরে নিজ বাসায় বসবাস করতেন।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
জানাগেছে, সোহান আল মাফি বান্দরবানে বেড়াতে গিয়ে মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে গত বৃহস্পতিবার নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মাফির প্রথম জানাজার নামাজ আজ শুক্রবার ঢাকায় এবং দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ গ্রাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরায় শনিবার অনুষ্ঠিত হবে এবং সেখানেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা বলে পারিবারিক সূত্রে জানাগেছে। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক