বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম-রামগড় সীমান্তে ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিরাপত্তা জোরদার এবং চোরাচালানসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বিজিবির নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও নামফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ‘ছোট ফরিংগা বিওপি’র উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বিওপিতে বৃক্ষরোপণ, সৈনিকদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
এ সময় বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির বিভিন্ন পদবীর কর্মকর্তা ও সৈনিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে বিজিবি ২৪ ঘণ্টা নিরলসভাবে দেশের সীমান্ত সুরক্ষায় কাজ করে যাচ্ছে। রামগড় ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় ৫ কিলোমিটার এলাকা নিকটস্থ বিওপিসমূহ থেকে কিছুটা দূরে হওয়ায় অপারেশনাল কার্যক্রম পরিচালনা কষ্টসাধ্য ছিল। তাই ছোট ফরিংগায় নতুন বিওপি স্থাপন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছিল।”
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
তিনি আরও বলেন, “বিওপিটি স্থাপনের ফলে পার্শ্ববর্তী বিওপিসমূহের দূরত্ব কমবে এবং রামগড় ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা, মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”