নরসিংদীতে ২৪ ঘন্টার ব্যবধানে দুই খুন

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৫ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে গত ২৪ ঘন্টার ব্যবধানে সদর উপজেলার মাধবদী ও পলাশে পৃথক ঘটনায় দুইটি খুনের ঘটনা ঘটেছে। 

এর এই দুটি হত্যাকান্ড গত রবিবার ও সোমবার দিবাগত রাতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। 

আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির

রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার মাধবদী থানাধীন পাইকারচর ইউনিয়নের পুরানচরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই রমজান আলী (৩৬) নামে একব্যক্তি নিহত হয়। সে ওই গ্রামের মুসা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় পরিবারের বাঁধা উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই মাদকসেবন করে আসছিল। রবিবার রাতে এ নিয়ে নিহতের ছোট ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সাথে ঝগড়া বাঁধে রমজান আলীর। কথা কাটাকাটির একপর্যায়ে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে আহত হয় রমজান আলী। এতে রমজান আলী গুরুতর আহত হলে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ বিস্তারিত বলা যাবে। 

অপর আরেক ঘন্টায় ৫ জানুয়ারি (সোমবার) দিবাগত রাতে পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে মনি চক্রবর্তী (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মনি চক্রবর্তী পলাশের পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন চক্রবর্তীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাশের চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনি চক্রবর্তী প্রতিদিনের মতো তার দোকানে ব্যবসা পরিচালনা করে সেমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় অপরাধীদের আটক করতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।