বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ: ইএএসডির জরিপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী বলে এক জনমত জরিপে প্রকাশ হয়েছে। একই জরিপে জামায়াতে ইসলামীর জন্য জনসমর্থন ১৯ শতাংশ হিসাবে ধরা হয়েছে।
বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করেছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জরিপের ফলাফল উপস্থাপন করেন।
আরও পড়ুন: দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবি মির্জা ফখরুলের
তিনি জানান, সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০,৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। জরিপ কার্যক্রম চলেছে গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত।
জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে শামীম হায়দার বলেন, “আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন?”—এই প্রশ্নের জবাবে ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা বিএনপিকে ভোট দিতে আগ্রহী। ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে সমর্থন করেছেন। এছাড়া ২.৬ শতাংশ ভোটার এনসিপি, ৫ শতাংশ ভোটার অন্যান্য দল এবং ০.২ শতাংশ ভোটার ভোট দেবেন না বলে জানিয়েছেন।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যার প্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, শনিবার বিক্ষোভ ঘোষণা
জরিপে মূলত চারটি প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল। “কোন দল সরকার গঠন করবে?”—এ প্রশ্নের উত্তরে ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি সরকার গঠন করবে, ১৭ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, আর ১ শতাংশের বেশি মানুষ মনে করেন এনসিপি সরকার গঠন করবে।
“আগামী নির্বাচনে কে বিজয়ী হবে?”—এ প্রশ্নে ৭৪ শতাংশ উত্তরদাতা মনে করেন বিএনপি বিজয়ী হবে। ১৮ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে বিজয়ী হিসেবে দেখেছেন। এছাড়া ১.৭ শতাংশ মানুষ মনে করেন এনসিপি জয় পেতে পারে। এক শতাংশের বেশি মানুষ জাতীয় পার্টির বিজয় সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।
গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল, এমন প্রশ্নে ৩৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ মানুষ আওয়ামী লীগ, ৫ শতাংশের বেশি মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন।





