গুলশান বাজারে নারীকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনে আটক ৫

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:১৪ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 রাজধানীর গুলশানে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তার গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতরা হলেন—একরাম হোসেন (২৩), নাইমুর রহমান (২৪), আতিক (১৮), শরিফ (১৬) ও লোকমান (১৬)।

আরও পড়ুন: ড. এম এ কাইয়ুমের উদ্যোগে ঢাকা-১১ আসনে জুলাইয়ে আহত ও নিহত পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

এর আগে, গত ২ জানুয়ারি গুলশান থানাধীন নর্দ্দা বাজার এলাকায় ওই নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করে আটক করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, নির্যাতনের শিকার নারীটি ভবঘুরে এবং জীবিকা হিসেবে ময়লা সংগ্রহ করতেন। ভোরের দিকে তিনি নর্দ্দা এলাকার একটি মাদরাসার খোলা কক্ষে প্রবেশ করলে মাদরাসার কয়েকজন ছাত্র তাকে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢেলে নির্যাতন করেন।

আরও পড়ুন: বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তিনি আরও জানান, এখনো ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা তদন্ত শুরু করে অভিযুক্তদের আটক করেছে।

ওসি রাকিবুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।