চট্টগ্রামের সাগরিকায় ট্রেনে ট্রাকের ধাক্কা, বন্ধ ট্রেন চলাচল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:০৮ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি মালবাহী ট্রেনে ধাক্কা দিয়েছে চালবোঝাই ট্রাক। এতে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাকটি, এবং লাইনচ্যুত হয়েছে ট্রেনের ইঞ্জিন। দুর্ঘটনার পর থেকে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ অক্টোবর) ভোরে, নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেইট এলাকায়।

আরও পড়ুন: খড় কাটা নিয়ে চরে গোলাগুলি, নিহত ২

রেলওয়ের এক কর্মকর্তা জানান, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া মালবাহী ট্রেনটি সাগরিকা এলাকায় পৌঁছালে, একটি ট্রাক সিগন্যাল না মেনে ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় ও লাইনচ্যুত হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শহিদুল ইসলাম) বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধুমাত্র মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। ট্রেন উদ্ধারের কাজ চলছে।

আরও পড়ুন: টঙ্গীর সেই খতিব পুলিশের নিরাপত্তা হেফাজতে, ‘অপহরণ’ গল্প স্বীকারোক্তিতে ভেঙে গেল

দুর্ঘটনার ফলে চট্টগ্রাম থেকে কনটেইনার পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।