শরীয়তপুর ১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল
শরীয়তপুর ১ (পালং-জাজিরা) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মহিলা কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ ও মশাল মিছিলে বিএনপির শত শত নেতাকর্মী অংশ নেন।
আরও পড়ুন: ২৯ নভেম্বর অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিল
সাইদ আহমেদ আসলামের মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপির একটি পক্ষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সরদার এ.কে.এম. নাসির উদ্দিন কালুর সমর্থকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন।
শরীয়তপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ বলেন, “আমরা আমাদের নেতা তারেক রহমানকে জানাতে চাই যে শরীয়তপুরে যোগ্য, অভিজ্ঞ ও ত্যাগী নেতা রয়েছে। সাবেক তিনবারের সংসদ সদস্য কালু ভাই বহুদিন ধরে জেলা বিএনপির কান্ডারী হিসেবে কাজ করছেন। তাই আমাদের আসনে মনোনয়ন পরিবর্তন করে তাকে পুনরায় সুযোগ দেওয়া হোক।”
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মিয়া চান সরদার বলেন, “যার নেতৃত্বে আমরা ১৭ বছর রাজপথে লড়াই করেছি, হামলা-মামলা মোকাবিলা করেছি, সেই ত্যাগী নেতাকে বাদ দিয়ে অন্য আসনের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এটি মানতে পারি না। পালং থেকে জাজিরা পর্যন্ত তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। তাই আমাদের আসনে কালু ভাই ছাড়া অন্য কাউকে আমরা প্রার্থী হিসেবে চাই না।”





