নরসিংদীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫২ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার শীলমান্দী এন. আর. স্পিনিং মিলে ভয়াবহ আগুনে পুড়চ্ছে  বিশাল তুলার গোডাউন। ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলের বড় অংশ পুড়ে গেছে। 

শনিবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ১০ টায় লাগা আগুনে রাত ৪টা পর্যন্ত টানা ছয় ঘন্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের একাধিক দল।

আরও পড়ুন: নাগরিক সেবা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে রাত সোয়া ১০টার দিকে মিলের ভেতর থেকে আগুনের লেলিয়ান শিখা দেখতে পারেন তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তুলার গোডাউনের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। আগুনের তীব্রতা ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে আগুন নেভাতে প্রথমে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের দল অংশ নেন। কিন্তু আগুনের ভয়াবহতা ক্রমশ বাড়তে থাকায় পরে পলাশ ও আড়াইহাজার থেকে আরও দুইটি ফায়ার সার্ভিসের দল যোগ দেন। মোট চারটি ফায়ার ফাইটিংয়ের ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দমকলকর্মীদের পাশাপাশি মিলের শ্রমিক ও স্থানীয়রাও পানি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। 

আরও পড়ুন: তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা

এন.আর. স্পিনিং মিলের ডিজিএম (অ্যাকাউন্টস) ফারুকুজ্জামান জানান, গুদামের ঠিক পাশে থাকা একটি বিদ্যুতের তার গাছে ঘষা খেয়ে স্পার্ক হয়। সেই স্ফুলিঙ্গ তুলার ওপর পড়তেই কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুন গুদামের ভেতর ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত ছড়াবে কেউ ভাবতেই পারেনি। আমরা সঙ্গে সঙ্গে শ্রমিকদের বের করে দিই। কিন্তু চোখের সামনে কয়েক কোটি টাকার তুলা আর সুতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিছুই করার নেই।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, তুলা থাকার কারণে আগুন ধরে রেখেছে। চারটি ইউনিট কাজ করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

এদিকে দমকল বাহিনীর সদস্যরা বলছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। রিপোর্টে লেখা পর্যন্ত এখনও ক্ষতিক্ষয়র পরিমাণ জানা সম্ভব হয়নি।