সাজিদকে উদ্ধারে শ্বাসরুদ্ধকর অভিযান চলছে
রাজশাহীর তানোর উপজেলায় ৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে চলছে টানটান উত্তেজনার উদ্ধার অভিযান। টানা ২১ ঘণ্টার প্রচেষ্টার পরও তাকে বের করে আনা যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অক্লান্তভাবে কাজ করছে শিশুটিকে জীবিত অবস্থায় তুলে আনতে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির বাবা রাকিবুল ইসলাম স্থানীয় বাসিন্দা।
আরও পড়ুন: রাজশাহীতে গভীর গর্তে নিখোঁজ শিশুর উদ্ধারকাজ নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধারচেষ্টা শুরু করেছিলেন, তবে এতে কিছু মাটি গর্তে পড়ে যায় এবং পরিস্থিতি আরও জটিল হয়। বুধবার দুপুর থেকে তানোর, চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদরের তিনটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
শিশুটি যাতে বাঁচতে পারে, সেজন্য গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন পাঠানো হচ্ছে। স্কেভেটর দিয়ে গর্তের পাশ দিয়ে খননকাজ চলছে। উদ্ধারকারী দলের ধারণা, সাজিদকে বের করতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১২ ডিগ্রি তাপমাত্রাতে কর্মব্যস্ত ইটভাটার শ্রমিকরা
স্থানীয়রা জানান, এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য সেমিডিপ নলকূপ বসানোর উদ্দেশ্যে ৮ ইঞ্চি ব্যাসের গর্তটি তৈরি করেছিলেন। ৩৫ ফুট পর্যন্ত বোরিং করার পর পানি না পাওয়ায় কাজটি পরিত্যক্ত হয়। এতদিন গর্তটি খোলা অবস্থায় পড়ে ছিল। বুধবার শিশুটির মা মাঠে ধানগাছের খড় সংগ্রহ করতে গেলে ছোট্ট সাজিদ খেলতে খেলতে অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের ব্যর্থতার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উচ্চঝুঁকির এই উদ্ধার অভিযান শুরু করে। শিশুটিকে জীবিত রাখার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।





