লক্ষ্মীপুরে মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:০১ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পণ্যে মেয়াদবিহীন তথ্য থাকায় মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানোর কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানার নেতৃত্বে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন ও নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্ত্তী এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: চাঁদপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা, সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এই জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, আইন মানতে প্রতিষ্ঠানটিকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে লক্ষ্মীপুর মডেল থানার পুলিশ টিম সহায়তা করেছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা