ওসিকে হুমকি, হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী হাসান গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানকে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
হবিগঞ্জ পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির
গ্রেপ্তারির আগে শুক্রবার (২ জানুয়ারি) মাহদী হাসান শায়েস্তাগঞ্জ থানায় বসে থানার ওসি ও এসআই সন্তোষকে উল্লেখ করে প্রকাশ্যে হুমকি দেন। তিনি বলেন, “আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি।” এই মন্তব্যের পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়।





