খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নেত্রকোণার খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে তথাকথিত “ফাইভ স্টার” নামের অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে খালিয়াজুরী উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি দুই ব্যক্তি নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনসহ পাঁচজন নেতার বিরুদ্ধে ‘ফাইভ স্টার বাহিনী’ নামে জলমহাল, ফসলরক্ষা বাঁধ সংস্কারসহ বিভিন্ন খাতে চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন। এসব অভিযোগের সূত্র ধরে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, অভিযোগকারী মোঃ আক্তারুজ্জামান চৌধুরী ও জাহাঙ্গীর আলম খান বিএনপির কোনো কর্মী নন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করা হয়।
আরও পড়ুন: কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বক্তারা বলেন, কথিত ‘ফাইভ স্টার বাহিনী’ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত। একটি মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তারিফুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়াউদ্দিন, চাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলকাছ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন: শরীয়তপুরে কাবিখা–কাবিটা প্রকল্পে হরিলুট, প্রশ্ন করায় সাংবাদিককে কর্মকর্তার হুমকি





