পূর্ব রাজাবাজার জামে মসজিদে যোহর নামাজের পর হায়াতুন নেসার জানাজা
নারী উদ্যোক্তা শিক্ষানুরাগী হায়াতুন নেসার নামাজে জানাজা মঙ্গলবার (২৩ এপ্রিল) পূর্ব রাজাবাজার জামে মসজিদে যোহর নামাজের পর অনুষ্ঠিত হবে। মরহুমার ছোট ছেলে শেখ নুর ইসলাম জানান সিদ্ধান্ত অনুযায়ী ফার্মগেট গ্রীন সুপার মার্কেটের পিছনে পূর্ব রাজাবাজার জামে মসজিদে জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে। এরপর আজিমপুর কবরস্থানে মরহুমার জন্য নির্ধারিত কবরে দাফন করা হবে।
গতকাল সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হায়াতুন নেসা ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ফুসফুস নিউমোনিয়া সহ বার্ধক্য জনিত বিভিন্ন জটিলতা ভুগছিলেন। রাজধানী সিদ্ধেশ্বরী এলাকার বিশিষ্ট সমাজসেবক মরহুম শেখ লুৎফর রহমানের স্ত্রী।
আরও পড়ুন: শুরু হচ্ছে শিশু-কিশোরদের এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
মৃত্যুকালে তিনি দুই পুত্র এক কন্যা সহ অসংখ্য গুণ গ্রাহি রেখে গেছেন। তার ছেলে মেয়ে সকলেই ইউরোপ আমেরিকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনিও দীর্ঘ ২৬ বছর ইউরোপে বসবাস করেছেন। গত কয়েক মাস ধরে শারীরিক জটিলতা নিয়েই দেশে ফিরেন। দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শেখ নুর ইসলাম তার ছোট ছেলে। শেখ নুর ইসলাম ডমিনো’স ও ফুওয়াং গ্রুপের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী। ছোট ছেলের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে গত দেড় মাস ধরে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মরহুমা হায়াতুন নেছার ছোট ভাই সাবেক বস্ত্র পাঠ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক।
হায়াতুন নেসা মৃত্যুর সংবাদে সন্তান-সন্ততি ভাই-বোন আত্মীয়-স্বজনেরা শুভাকাঙ্ক্ষীরা ইউনাইটেড হাসপাতাল। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। হাসপাতাল শোকাবহ পরিবেশের তৈরি হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ রেলস্টেশনে পথশিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব





