রামুতে পৃথক অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ নারীসহ ৩ জন আটক
শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কক্সবাজারের রামুতে যৌথ চেকপোস্টে পৃথক অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল প্রথমে গোয়ালিয়া নামক স্থানে একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ইজিবাইকের দুই যাত্রী তৈয়বা আক্তার (৩৯) ও রোহিঙ্গা নারী দিলবার খাতুন (৩২)-এর আচরণ সন্দেহজনক হলে তাদের দেহ তল্লাশি করা হয়। তাদের শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: ডিআইজি ঢাকা রেঞ্জ
এর আগে একই দিনে দুপুরে একই টিম রাবার ড্যাম এলাকায় একটি সিএনজিতে অভিযান চালায়। সিএনজির যাত্রী ইমরান (২২)-এর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: বনশ্রীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য





