রাসায়নিক দুর্যোগে হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স  (ওপিসিডব্লিউ) এর পরিকল্পনায় এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর বাস্তবায়নে পাঁচ দিন ব্যাপী ‘‘রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি” শীর্ষক একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার (০৫-১০-২০২৫) ঢাকায় গোল্ডেন টিউলিপ দ্যা গ্র্যান্ডমার্ক হোটেলে শুরু হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্তাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার ১০ টি দেশের ১৮ জন প্রশিক্ষণার্থী এবং ০৬ জন দেশি-বিদেশি প্রশিক্ষক অংশগ্রহন করছে।

রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জরুরী চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপি হাসপাতালসমূহের দক্ষতা বৃদ্ধি করাই এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য। প্রশিক্ষণের ব্যবহারিক ক্লাসসমূহ সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জরুরী হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিকে রাসায়নিক দূষণ মুক্তকরণ পদ্ধতি, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সেকেন্ডারি কন্টামিনেশন প্রতিরোধ শীর্ষক বিষয়াবলী গুরুত্ব পাবে।

আরও পড়ুন: ওসি নিয়োগের জন্য ১৩৬ পুলিশ পরিদর্শক একদিনে বদলি

মেজর জেনারেল কাজী মোঃ রশীদ-উন-নবী, এমবিবিএস, এমফিল, এমপিএইচ, মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ-বিদেশের অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।