বাড্ডায় বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
                                        রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তাদের হত্যা করা হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।
রোববার (২ নভেম্বর) বিকেলে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান রাইজিংবিডি ডটকমকে বলেন, উত্তর বাড্ডার পূর্বাচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে নিহত সাইফুল ইসলাম (৩০) ওই বাসার দারোয়ান ছিলেন। আর নিহত নারী একই বাসার মাদ্রাসায় রান্নার কাজ করতেন। নিহত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: ভবন সংক্রান্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি: রাজউক আয়োজিত সেমিনার অনুষ্ঠিত
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পরে এ ঘটনা ঘটতে পারে। রবিবার সকালে স্থানীয় লোকজন লাশের পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।





                                                    