খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত, চালক পলাতক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় রুবেল (৪০) নামে পুলিশের এক নায়েক প্রাণ হারিয়েছেন। দায়িত্ব শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল পুলিশ বাহিনীতে নায়েক পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: টঙ্গী মাঠে তাবলীগের জোড় ও বিশ্ব ইজতেমায় সরকারের নিষেধাজ্ঞা

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশের এলাকা থেকে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রুবেল। এ সময় খিলগাঁও ফ্লাইওভারে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।

আরও পড়ুন: শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামানের ডিগবাজি, জামাই–বউয়ের যৌথ চাঁদাবাজি

ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।