বাড়ল জ্বালানি তেলের দাম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০০ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

আরও পড়ুন: ভরিতে ৫ হাজার টাকা বেড়ে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে দাম সমন্বয় করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এই সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা করা হয়েছে। অকটেনের দাম ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: দেশে আবারও বাড়লো সোনার দাম, নতুন দাম আজ থেকে কার্যকর

এছাড়া পেট্রলের দাম ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।