ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১,০৪২ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪২ জন রোগী।
রবিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৯ জনের মৃত্যুসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে—এখানে মারা গেছেন ৭ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ শতাধিক রোগী হাসপাতালে,চলতি বছরে মৃত্যু ২২৪
একই সময়ে সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। রাজধানীতে গত একদিনে ২০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে কয়েক হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের মশা নিধনে সচেতন হওয়ার এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।