পাবলিক টয়লেটে বোমা বিস্ফোরণে শিশু নিহত
সোমবার (৫ জুন) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পাবলিক টয়লেটে বোমা বিস্ফোরণে ১১ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার একটি গণশৌচাগারে বোমা বিস্ফোরণে ১১ বছরের শিশু মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, সুভাষপল্লির বাসিন্দা ছিল ওই শিশু। সে বনগাঁও এলাকায় রেল গেট-১ এর কাছে গণশৌচাগারে যাওয়ার পর বিস্ফোরণে গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদমাধ্যম বলছে, সকালে টয়লেটে গিয়েছিল ওই শিশু। আর সেখানেই রাখা ছিল বোমা। অসাবধানতায় পা লাগার কারণে বোমাটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত ওই শিশু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র
পাবলিক টয়লেটে বোমা কীভাবে এলো পুলিশ তা তদন্ত করে দেখছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।





