ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত দ্রুত বন্ধের আহ্বান বাংলাদেশের
ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘাতে বেড়েই চলেছে। ফিলিস্তিন ও ইসরায়েল এ দুই দেশের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত এবং এতে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রবিবার (৮ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘাত-সহিংসতায় কোনো পক্ষেরই লাভ নেই। বাংলাদেশ ইসরায়েলি ও ফিলিস্তিনি—দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আরো প্রাণহানি এড়াতে অনতিবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানায়।
আরও পড়ুন: জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে: নাহিদ ইসলাম
বাংলাদেশ মনে করে, ইসরায়েলি দখলদারিত্বের মধ্যে বসবাস এবং ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক বসতিস্থাপন ওই অঞ্চলে শান্তি আনবে না।
জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ নম্বর প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন ও ইসরায়েল—‘দুই রাষ্ট্র সমাধানকে’ বাংলাদেশ সমর্থন করে।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে
বাংলাদেশ সব পক্ষকে বাড়তি ও নির্বিচারে শক্তিপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানায়। বাংলাদেশ মনে করে, আলোচনা ও কূটনীতিই ইসরায়েল-ফিলিস্তন সংঘাতের টেকসই সমাধান আনতে পারে। সব পক্ষকে এ লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ আহ্বান জানায়।





