ড. ইউনূসের মামলা নিয়ে বাংলাদেশকে হেয় করার চক্রান্ত চলছে: আইনমন্ত্রী

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৯:২৬ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মামলা নিয়ে দেশে বিদেশে বাংলাদেশকে হেয় করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

আইনমন্ত্রী বলেন, ‘সরকার ড. ইউনূসকে হয়রানি করার জন্য কিছু করছে না। সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যে মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল। তারপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে, সে ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।’

তিনি আরও বলেন, ‘অকাট্য প্রমাণ থাকার পরও বিদেশে ছড়ানো হচ্ছে- তার (ড. ইউনূস) বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো প্রথমে মিথ্যা। বলা হচ্ছে আমরা তাকে হয়রানির জন্য এটা করছি। দুটো কথাই- সরকার ড. ইউনূসকে হয়রানির করার জন্য কিছু করছে না, সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না।’

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

আনিসুল হক বলেন, ‘যে মামলা হয়েছে, সেটা শ্রমিকরা করেছিল। এরপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদফতর আছে, সেই ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।’

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছু নেই। যদি তদন্ত করতে ৫০ বছর সময় লাগে তাহলে ততদিন অপেক্ষা করতে হবে।’

ব্রিফিং শেষে আইনমন্ত্রী বলেন, ‘অপরাধ করলে বিচার হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’