সাকিবের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা
গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান। গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ঢাকার আদাবর থানায় মামলাটি করেন। মামলায় মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। এরপর থেকেই আলোচনায় দেশের ক্রিকেটের এই পোস্টারবয়। এবার সাকিব আল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবেন না।
তিনি বলেন, সাকিব তো আর বাংলাদেশের রাজনীতিতে কিছু বয়ে আনেনি। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ জাতীয় দলের জন্য পুরস্কার বয়ে এনেছে। সে জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন। আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
আসিফ নজরুল আরও বলেন, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রলায় থেকে উদ্যোগ নেয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।
এর আগে সাকিব ইস্যুতে গত সোমবার (২৬ আগস্ট) কথা বলেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকও। সেখানেও তিনি বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ, যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, তারা আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে যা যা করা যায়, তা করবে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি





